আমি কবে থেকে প্রোগ্রামিং শেখা শুরু করেছি?

অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনি কবে থেকে প্রোগ্রামিং শেখা শুরু করেছেন?

প্রথমেই বলে নেই, ভার্সিটিতে আমার মেজর ছিল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং। সেখানেই C programming এর একটা কোর্সএ প্রোগ্রামিং এর সাথে প্রথম পরিচয়, আর সেই ভালোলাগা থেকেই প্রোগ্রামিং কে ডাবল মেজর হিসেবে নেওয়া।

সুতরাং, বলতে গেলে ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে আমার প্রোগ্রামিং শেখার শুরু।

এরকম গুগলে আরও অনেকে আছে যাদের হয়তো বয়স ৩০ পার হবার পরে প্রোগ্রামিংএ হাতেখড়ি।

আবার এমনও অনেকে আছে যারা বিজনেস সাইড এ ছিল, কোন এক প্রজেক্টে প্রোগ্রামিং এর কিছু করতে গিয়ে ভালো লাগার কারণে পরে নিজের উদ্যোগে ভালো করে শিখে ক্যারিয়ারই সুইচ করে ফেলেছে।

সেদিন তো ইউটিউবে একটা ভিডিও দেখলাম, যে একজন শুধুমাত্র ৬ মাসে প্রোগ্রামিং শিখেই গুগলএ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছে। (যদিও সেটা খুবই রেয়ার কেস)

আর আমরা এক্সকিউজ খুঁজি যে ভার্সিটিতে টিচার ভালো শিখাতে পারেনা, কোর্সওয়ার্ক এর চাপে ভালো করে প্রোগ্রামিং শেখা হয়না, একটা শিখতে গেলে আরেকটা শেখার টাইম পাওয়া যায়না, ইত্যাদি ইত্যাদি।

আসলে, সবচেয়ে বেশি জরুরি হলো তোমার সদিচ্ছা।
It’s never too late to learn anything. ????