যাদের প্রোগ্রামিং এর নলেজ একেবারে জিরো তারাও এই প্লেলিস্ট ফলো করলে প্রোগ্রামিং এ একেবারে হিরো হয়ে যাবে। (I mean hero হওয়ার পথে কায়েকধাপ এগিয়ে যাবে ????)
এখানে, একেবারে বেসিক “hello world” থেকে শুরু করে আস্তে আস্তে কঠিন বিষয়গুলো কভার করা হয়েছে। So, এটা শেখার জন্যে শুধু কম্পিউটার চালানো জানলেই চলবে।
আর যারা যারা বলে যে পাইথন পারোনা সেজন্যে ডেটা স্ট্রাকচারের কোর্সগুলো ফলো করতে পারছো না তারা এই প্লেলিস্ট এর ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখে আসলে কোনও সমস্যা হবার কথা না।
তার উপর অন্য কোনও একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তো কয়েক ঘণ্টা সময় দিলেই শিখে ফেলতে পারবে। (সাথে CV তে লিখতেও পারবে যে পাইথন পারো ????)
আর এর পরের নতুন ভিডিওগুলোও রিলিজ হওয়ার সাথে সাথে প্লেলিস্টএ যোগ করে দেওয়া হবে।
To stay up to date, you can also follow Zulkarnine Notes.