CSE না পড়েও কি গুগলে Software Engineer হওয়া সম্ভব?

খুবই কমন একটা প্রশ্ন:
– CSE তে না পড়েও কি গুগলে Software Engineer হওয়া সম্ভব?

বা,
– তেমন নামকরা কোন ভার্সিটিতে না পড়েও কি… সম্ভব?
– CGPA ভালো না থাকলেও কি… সম্ভব?

উত্তর:
সম্ভব, তবে…. একটা বড় কিন্তু আছে।

এখন তুমি CGPA ভালো না করেও, CSE তে না পড়েও কি কি করে উল্টায়ে ফালাইছ সেটাই দেখার বিষয়।

ধরো, তুমি যদি ACM icpc তে যদি ওয়ার্ল্ড ফাইনালিস্ট হয়ে থাকো বা Google CodeJam অথবা KickStart এর মতো কনটেস্টে টপ কয়েকজনের একজন হয়ে থাকো। অথবা বেশ ভালো কিছু প্রজেক্ট এবং নামকরা কোম্পানিতে চাকরি করে থাকো তাহলে হয়তো তোমার চান্স আছে।

কিন্তু এসবেরও কিছুই যদি না থাকে তাহলে তুমি ভিতরে ভিতরে নিজেকে যত ভালো প্রোগ্রামার বা প্রবলেম সলভার বলে দাবি করোই না কেন গুগল, ফেইসবুক বা যেকোনো কোম্পানিরই তো বোঝার উপায় নাই যে তুমি খুবই বস।

গুগলে Software Engineer পজিশন এর জন্যে বছরে লাখ লাখ CV জমা পড়ে। সেখান থেকে ০.২ পার্সেন্ট এর মতো ফাইনালি অফার পায়।

এখন, এরকম কোয়ালিফিকেশন ওয়ালা CV ফেলে রেখে কি কারণে তোমাকে তারা ইন্টারভিউ এ ডাকবে?

অমুকে ৬ মাস প্রোগ্রামিং শিখেই গুগলে ঢুকছে উদাহরণ দিয়ে তো লাভ নাই। তারা অন্য লেভেলের জিনিয়াস।
Disclaimer: সেই লেভেলের জিনিয়াস আমি নিজেও না। সো নো কমেন্টস.. ????

.
.
.
.

আর তা নাহলে তো তোমার CV দেখে মানুষ বলবেই,

– “ভাইরে ভাই, কে তুমি?” ????????????‍♂️